রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্বাগতম।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞান অনুষদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বা ডিসিপ্লিন যার উৎপত্তি প্রাচীন গ্রীসে এবং এ বিষয়টি প্রাথমিকভাবে রাষ্ট্র, সরকার, রাজনীতি এবং প্রশাসন পরিচালন প্রক্রিয়া সম্পর্কীয় সকল বিষয়াদি নিয়ে আলোকপাত করে। বিখ্যাত দার্শনিক এরিস্টটলের মতে, ‘‘Political science is a master science. He gives credit to political science as a master-art because, unlike other sciences that serve as a means to an end, political science pertains to the ends of human existence in itself.’’
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে প্রাচীন বিভাগ হল রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। কেননা অত্র কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়েই সর্বপ্রথম স্নাতক(সম্মান) কোর্স চালু হয় ১৯৯২-১৯৯৩ (চঃ বিশ্বঃ)/১৯৯৩-১৯৯৪(জাঃবিঃ) শিক্ষাবর্ষ থেকে। তখন থেকেই সাফল্যের সঙ্গে স্নাতক(সম্মান) পর্যায়ে নিয়মিত পাঠদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মাস্টার্স শেষ পর্ব ও মাস্টার্স প্রথম পর্ব (মাস্টার্স প্রিলিমিনিয়ারি) প্রোগ্রাম চালু হয় যথাক্রমে ১৯৯৫-১৯৯৬ এবং ২০০৯-২০১০ শিক্ষাবর্ষ থেকে। বিভাগে বর্তমানে মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় ২০০০ জন এবং স্নাতক(সম্মান) প্রথম বর্ষে ভর্তির আসন সংখ্যা ২০০ টি।
জ্ঞান, বিজ্ঞান ও মানব সভ্যতার বিবর্তনে যুগান্তকারী অবদান রাখা এই বিষয়ে প্রতিনিয়ত আলোকিত হচ্ছে বিভাগের শিক্ষার্থীরা। এই বিভাগের শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীদের উজ্জীবিত করার জন্য শিক্ষক-শিক্ষার্থীর সমন্বয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন সাংগঠনিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সক্রিয়ভাবে যুক্ত থাকে।
Faculty Member
Supporting Staffs & Contacts
নাম | পদবী | ফোন নম্বর |
---|---|---|
ফজলে বারী চৌধুরী | কম্পিউটার অপারেটর | ০১৯২৩-৬৬৭৬৫৭ |
মোঃ হাসান মিয়া | অফিস সহায়ক | ০১৭৩৪-৮৫৩১৬০ |
মোঃ বাবুল মিয়া | অফিস সহায়ক | ০১৭৯৫-৩০১৪৪৫ |
Faculty
Social Sciences
Duration
4 Years
Program Description
Data not available
List of Syllabus
- First Year
- Second Year
- Third Year
- Fourth Year