বাংলা বিভাগে স্বাগতম।
বাংলা বিভাগে
“আনন্দধারা বহিছে ভুবনে”। মানুষ নিজেকে প্রকাশ করতে চায়। ফলে সে বেছে নিয়েছে বিভিন্ন মাধ্যম। সাহিত্য নিজেকে প্রকাশ করার একটি মাধ্যম।
মানুষ ছাড়াও অন্যান্য প্রাণির ভাষা আছে। এদের কি অঞ্চলভেদে ভাষার রূপভেদ আছে? মানুষের ভাষার রূপভেদ আছে অঞ্চলভেদে। বিভিন্ন ভাষায় ও মাধ্যমে মানুষ নিজেকে প্রকাশ করে চলেছে।
কবি ও সাহিত্যিক নিজেকে প্রকাশের পাশাপাশি অন্যকেও বিকশিত করছে নিরন্তর। বাংলা ভাষা ও সাহিত্য সুপ্রাচীন। এ সাহিত্য কালের যাত্রাপথ ধরে তার অন্তর্গত শক্তি দিয়ে কাজ করে চলেছে। আনন্দ ও সৌন্দর্য দানের মাধ্যমে সাহিত্য মানুষের মনকে সজীব করে প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জনে ভ‚মিকা রাখছে।
বাংলা বিভাগ বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সৃজনশীলতার পরিচয় দিয়ে চলেছে। এ বিভাগে অনার্স ও মাস্টার্স শেষপর্ব পাঠদান কার্যক্রম চালু হয় যথাক্রমে ২০০৬-২০০৭ ও ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণসহ মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ মানবসম্পদ তৈরিতে বাংলা বিভাগ কাজ করে যাচ্ছে।

Meet the team
অন্যন্য সহায়ক কর্মচারীবৃন্দ:
নাম | পদবী | ফোন নম্বর |
---|---|---|
মোঃ আবুল খায়ের | কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর | ০১৭৬৭১০৬১৬২ |
মোঃ ইলিয়াছ মিয়া | অফিস সহায়ক | ০১৭৪৩৫৮৮০৬০ |
Faculty
Social Sciences
Duration
4 Years
Program Description
Data not available