“জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩” এ বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন

অভিনন্দন! অভিনন্দন!

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর যেসব শিক্ষার্থী এবছরের “জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩” এ বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছো!

যেসব ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছে

রবীন্দ্র সংগীত( গ বিভাগ) -অর্পিতা রায় ।

কবিতা আবৃত্তি -রেজা এ রাব্বি।

হামদ নাত -তনুজা দেবনাথ।

রবীন্দ্র সংগীত (ঘ বিভাগ) -তনুজা দেবনাথ।

যেসব ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করেছে –

দেশাত্মবোধক গান- অর্পিতা রায়।

নজরুল সংগীত -ইতি ঘোষ।

তোমাদের আবারো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন! আশা করি জাতীয় পর্যায়ে এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।