“জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩” এ বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন

অভিনন্দন! অভিনন্দন!

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর যেসব শিক্ষার্থী এবছরের “জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩” এ বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছো!

যেসব ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছে

রবীন্দ্র সংগীত( গ বিভাগ) -অর্পিতা রায় ।

কবিতা আবৃত্তি -রেজা এ রাব্বি।

হামদ নাত -তনুজা দেবনাথ।

রবীন্দ্র সংগীত (ঘ বিভাগ) -তনুজা দেবনাথ।

যেসব ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করেছে –

দেশাত্মবোধক গান- অর্পিতা রায়।

নজরুল সংগীত -ইতি ঘোষ।

তোমাদের আবারো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন! আশা করি জাতীয় পর্যায়ে এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।

Share:

More Posts

ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র আয়োজিত বৃত্তি প্রদান, সম্মাননা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে বরণ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক, জনাব মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিপিএম,পুলিশ সুপার,অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ এবং অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ প্রফেসর এ জেড এম আরিফ হোসেন মহোদয়কে বরণ করা হয়।